ঢাকা, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

গাইবান্ধা শহরস্থ ঘাঘট লেকের কচুরিপানা পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন

মশার প্রভাব রোধে কচুরিপানা অপসারণ

গাইবান্ধা প্রতিনিধি:

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৩:৩৪ দুপুর  

গাইবান্ধা জেলা শহরের ঘাঘট লেকে মশার প্রভাব কমিয়ে আনতে পরিচ্ছন্নতা কর্মসূচীর অংশ হিসেবে কচুরিপানা অপসারণের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

শুক্রবার সকালে সদর উপজেলা ভূমি অফিস সংলগ্ন স্রোতহীন ঘাঘট লেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। 

পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোশারফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ঘাঘট লেকের কচুরিপানা পরিষ্কারসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের কাজ অব্যাহত থাকবে। 

সেই সাথে গাইবান্ধাবাসীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অপরাধ, অত্যাচার ও অবিচার নির্মূল করব। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতার অনুরোধ জানান।