গাইবান্ধার কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
কুখ্যাত বালু ব্যবসায়ীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি
মো: আসাদ মামুন দিপু, নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:৪৯ বিকাল

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান এর বিরুদ্ধে কুখ্যাত বালু ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এলাকার বিক্ষোভের সময় তোলা ছবি।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমান এর বিরুদ্ধে যড়যন্ত্র মূলক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ (১১ এপ্রিল) শুক্রবার জুম্মার নামাজের পর কামারজানী বন্দরে এলাকাবাসী জমায়েত হয়ে কুখ্যাত বালু ব্যবসায়ী মিলন মিয়া ও রানা মিয়াসহ জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবিসহ ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মালিবাড়ীর নতুন বন্দর নামক বাজারে দীর্ঘ দিন ধরে অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত মো. মিলন মিয়া ও মো. রানা মিয়া মিথ্যাচার ও অপপ্রচারের একটি বিক্ষোভ মিছিল নামে নাটক তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন কামারজানী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাজু আহমেদ, বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পাপুল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. বকুল হোসেন, বালু মহাল প্রতিরোধ কমিটির আহবায়ক মো. ইকবাল হোসেন,যুগ্ম আহবায়ক মো. আফছার আলী বিডিআর, সামাজিক উন্নয়ন পদক্ষেপ নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন,বিএনপি নেতা মো. খাজা মিয়া,ইউপি সদস্য সেকেন্দার আলী, ইউপি সদস্য মো. ছদরুল কবির আঙ্গুর,ইউপি সদস্য মো. নুরুন্নবী মিয়া,ইউডিসি উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমান, মো. মোমিন মিয়া, জামায়াতে ইসলামীর নেতা মো. আল আমিন প্রমূখ।
কামারজানী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র মূলক অপপ্রচার করে যাচ্ছে বালু ব্যবসায়ীরা। কুখ্যাত বালু ব্যবসার সাথে জড়িত চক্রটির বিরুদ্ধে একাধিক মামলাসহ সাম্প্রতিক সময়ে গ্রামপুলিশদের মারপিট করার অভিযোগ থাকলেও থানা পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব বালু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে অপরাধ মূলক কর্মকান্ড করছে।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান চাঁদাবাজ বা ফ্যাসিষ্ট নয়,তার বিরুদ্ধে কুখ্যাত বালু ব্যবসায়ীরা ষড়যন্ত্র মূলক অপপ্রচার করছে। এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় বালু ব্যবসায়ীরা অপকর্মে লিপ্ত হয়ে মিথ্যাচার করছে।
বিক্ষোভে অংশ নেয়া সর্বসাধারণ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে,এই সময়ের মধ্যে কুখ্যাত বালু ব্যবসায়ীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
সেই সাথে কামারজানী মৌজায় ঘোষিত বালু মহাল বাতিল প্রজ্ঞাপনের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আর্কষন করেছে এলাকার জনগোষ্ঠী।