গাইবান্ধার দূর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকায় আনসার ও ভিডিপি
সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা পূজা উৎসবমুখর ভাবে পালন করেছে-জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী
গাইবান্ধা প্রতিনিধি:
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৭:৪৭ বিকাল
পূজা মন্ডপ পরিদর্শন করছেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী। পাশে রয়েছেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো.রেজাউল ইসলাম।
গাইবান্ধা জেলার ৭টি উপজেলার ৫৫৭ টি পূজামন্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপি সদস্যদের নিরলস দায়িত্বপালন ও উদ্ভাবনী উদ্যোগ প্রশাসন ও মন্ডপ কর্তৃপক্ষসহ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
জেলার ৫৫৭ টি মন্ডপে ৩৫১২ জন নারী-পুরুষ আনসার ও ভিডিপি সদস্য ২৪ ঘন্টা মন্ডপ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
৬ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন। নানাবিধ উদ্ভাবনী উদ্যোগে গাইবান্ধা আনসার ও ভিডিপি নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও সেনা কর্তৃপক্ষসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানায়, এবারই প্রথমবারের মত জেলার সকল পূজা মন্ডপের অবস্থান গুগলম্যাপ লোকেশনে পিনড্রপের মাধ্যমে চিহ্নিত করে অপারেশনাল ম্যাপ প্রস্তুত করা হয়। উল্লেখিত অপারেশনাল ম্যাপের মাধ্যমে নিরাপত্তা দায়িত্ব পালন দ্রæততর ও সহজতর হয়। তাছাড়া প্রতিটা উপজেলাতেই প্রত্যেকটি মন্ডপের সাথে গভীররাতে ভিটিসির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে সদস্যদের দিকনির্দেশনা ও দায়িত্ব পর্যবেক্ষণ করা হয়। তাছাড়া প্রত্যেকটি উপজেলাকে কয়েকটি সাব জোনে বিভাজনের মাধ্যমে নিয়ন্ত্রন কক্ষ প্রস্তুত করে সার্বিক নজরদারীর জন্য প্রস্তুত করা হয়।
সিসি ক্যামেরা ও জেনারেটরসহ স্বেচ্ছাসেবক বিষয়ে বাস্তব পরিস্থিতি ও ব্যবস্থাকরণে আনসার ও ভিডিপি সরাসরি এবং যোগাযোগ পূর্বক স্থানীয় প্রশাসনকে নিয়মিত অবগত করেন। আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্সসহ সহকারী জেলা কমান্ড্যান্ট, সার্কেল অ্যাডজুট্যান্ট, ইউএভিডিও, ইউআই ও ইউপি দলনেতা-দলনেত্রীদের প্রত্যেককেই আলাদা টিম নিয়ে প্রত্যন্ত এলাকার পূজামন্ডপ সমূহে তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
গাইবান্ধা জেলায় সদ্য যোগদানকৃত আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী জানান, “গাইবান্ধা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি সমৃদ্ধ জেলা। এই জেলায় যোগদান করার পরেই জেলা আনসার ও ভিডিপির সকল সদস্যদের সমন্বয়ে আমার অপারেশনাল ম্যাপ, মন্ডপভিত্তিক ভিটিসি সমন্বয়, সিসি ক্যামেরাসহ মন্ডপ ব্যবস্থাপনাতে তৃনমূল পর্যন্ত দায়িত্ব বণ্টন করে তরুণ প্রজন্মের মাধ্যমে মন্ডপ নিরাপত্তা নিশ্চিতে নতুনভাবে ভুমিকা রাখি। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই আনসার ও ভিডিপির সদস্যরা মন্ডপ নিরাপত্তা প্রদানে সক্ষম হয়। নানাবিধ উদ্ভাবনী উদ্যোগের ফলে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করণে সদস্যরা প্রশংসনীয় ভ‚মিকা রাখে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়ের সুতীক্ষ দিকনির্দেশনা ও নেতৃত্বে সারাদেশে প্রায় ২ লক্ষ আনসার ও ভিডিপি সদস্য প্রতিমা নির্মাণাধীন সময় হতে বিসর্জন পর্যন্ত মন্ডপ ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিগত যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করেন”।