প্রশিক্ষনলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে হবে
-ইউএনও সারমিনা সাত্তার পুস্পিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৮:৪৯ রাত
ভিডিপি মৌলিক প্রশিক্ষনে বক্তব্য রাখছেন ঈশ্বরগঞ্জ ইউএনও সারমিনা সাত্তার।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ডিগ্রী কলেজে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে।
বুধবার ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ডিগ্রী কলেজে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিন মেয়াদি গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। ইউএনও সারমিনা সাত্তার প্রশিক্ষনার্থী ভিডিপি সদস্যদের উদেশ্যে বলেন,১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষনলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় শান্তি শৃঙ্খলা রক্ষাসহ সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে হবে। দেশ ও জাতির কল্যানে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। তিনি আরও বলেন,দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষনের এবং শিখন অভিজ্ঞতা অন্বেষণ করতে হবে।
সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তারা এই প্রশিক্ষন কর্মসূচীতে প্রশিক্ষক হিসাবে সরকারের কার্যক্রম এবং স্বেচ্ছাসেবকদের সহায়তা প্রদানে দক্ষতাবৃদ্ধির উপর মতবিনিময় করছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলা প্রশিক্ষিকা মোছা. তাসলিমা খাতুন প্রমূখ।