ঢাকা, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

গাইবান্ধার কামারজানী গোঘাট কলেজ রোড চলাচল অনুপযোগী 

প্রতিনিয়ত দূ-ঘটনার কবলে পড়ছে পথচারী, ইউনিয়ন জুড়ে এলজিইডি'র কোন পাকা রাস্তা নেই

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:৫৪ দুপুর  

গাইবান্ধা সদরের কামারজানীর গোঘাট কলেজ রোড

গাইবান্ধা সদরের কামারজানীর গোঘাট কলেজ রোড খানাখন্দ প্রতিনিয়ত দূ-ঘটনার কবলে পড়ছে পথচারীরা। 
 
স্থানীয়রা বলছে- গোঘাট কলেজ রোড প্রতিদিন ছয়টি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের প্রধান রাস্তা  হলেও পাকা করণ কোন প্রকল্প আলোর মূখ দেখেনি জনগুরুত্বপূর্ণ এই সড়কে। মাত্র দুই কিলোমিটার রাস্তা পাকা করা হলেই হাজার হাজার মানুষের দূর্ভোগ কমে আসবে।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়,কামারজানী হাইস্কুল কেন্দ্রীয় জামে মসজিদের সড়ক সংযোগ স্থল সোলাইমান মাস্টারের গুদাম ঘরের সামন হতে গোঘাট কলেজ রোড হয়ে ওয়াপদা বাঁধ এক কিলোমিটার এবং পরিত্যাক্ত ওয়াপদা বাঁধ হতে ছাইতেন তল মন্দির হয়ে কামারজানী উপস্বাস্থ্য কেন্দ্রের রাস্তা পাকা করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোন ভূমিকা রাখেনি। তবে কামারজানী ইউনিয়ন পরিষদ টিআর,কাবিখা ও উন্নয়ন সহায়তা তহবিল থেকে বিগত সময়ে পথচারীদের ভোগান্তি কমাতে মাটির কাজ করেছেন। ইউনিয়ন পরিষদের ভূমিকার ফলে রাস্তাটি প্রতি বছর মাটি দ্বারা মেরামত হলেও বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে উঠে। 
 
গোঘাট গ্রামের মায়া রানী সাহা বলেন, ধূলা বালু ও রাস্তাটি খানাখন্দের কারণে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ন। এই রাস্তায় দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করছে। গ্রামে ডাক্তার খানা,মসজিদ,মন্দিরসহ ঘনবসতি এলাকা কিন্তু পাকা হয়নি আজও। 
 
স্থানীয় সমাজকর্মী মো. ইকবাল হোসেন জানান, গোঘাট কলেজ রোড ও উপস্বাস্থ্য কেন্দ্র রোড একই সংযোগ স্থল এবং দুই কিলোমিটার রাস্তা পাকা করা হলে লক্ষাধিক মানুষের দূর্ভোগ কমে আসবে। রাত্রিতে উপস্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মহিলাদের আনানেওয়া করতে খুই অসুবিধা হয়ে থাকে। তবে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় গোঘাট কলেজ রোড রাস্তাটি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের পাকা করণে প্রকল্প গ্রহন করা প্রয়োজন।
 
সামাজিক উন্নয়ন পদক্ষেপ( এস,ইউ,পি)) নির্বাহী পরিচালক ও সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ এর সভাপতি এম সাদ্দাম হোসেন পবন বলেন, ছয়টি ইউনিয়নের প্রানকেন্দ্র কামারজানী বন্দর কিন্তু পরিতাপের বিষয় জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় দীর্ঘ সময়ে এলজিইডি এক ফিট পাকার কাজ করেনি। কামারজানী ইউনিয়নে এলজিইডি'র রাস্তার আইডি থাকলেও তাদের বাস্তবায়িত পাকা করণ কোন প্রকল্প নেই। তবে দ্রুততার সাথে মাত্র দুই কিলোমিটার গোঘাট কলেজ রোড রাস্তাটি পাকা করণে আশানুরূপ তড়িৎ ব্যবস্থা নেয়া দরকার। 
 
গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মতিয়ার রহমান বলেন, আমাদের পরিষদের সীমিত সামর্থ্য দিয়ে এযাবৎ গোঘাট কলেজ রোড ও উপস্বাস্থ্য কেন্দ্রের রাস্তায় মাটির কাজ করে আসছি। জনগনের দূর্ভোগ কমাতে আমরা সব সময় রাস্তাটি ছোট খাটো মেরামত করি কিন্তু এই দুই কিলোমিটার রাস্তা পাকা করণ হলে লক্ষাধিক মানুষ উপকৃত হবে।