ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

গাইবান্ধা আনসার ও ভিডিপি‍‍`র জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলস ভাবে কাজ করছে- উপমহাপরিচালক(প্রশিক্ষন) মো: রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:১১ দুপুর  

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষন) মো: রফিকুল ইসলাম।

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ মটো'কে সামনে রেখে গাইবান্ধা আনসার ও ভিডিপি‍‍`র জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো: আহসান উল্লাহ এর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষন) মো: রফিকুল ইসলাম পিভিএমএস, বিভিএমএস। 

জেলা সমাবেশে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ,বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন,সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রোকনূজ্জামান প্রমূখ। 

স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা।  

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শাহিন মাহমুদ, সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার স্বরুপ কুমার সাহা, উপজেলা প্রশিক্ষক মো. সেলিম পারভেজ। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আনসার ও ভিডিপির সুন্দরগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. জনাব আলী সরকার। 

পুলিশ সুপার নিশাত এঞ্জেলা তার বক্তব্যে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাঁধে কাধ মিলিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। এই বাহিনীর অনেক অর্জন রয়েছে, বাহিনীর সদস্যদের জননিরাপত্তায় পুলিশ সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রেখে অপরাধীমুক্ত করতে আহবান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষন) মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলস ভাবে কাজ করছে। আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিক ভাবে সতর্কতার সাথে স্থানীয় আইন শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন নির্বাচন,শারদীয় পূজা,সরকারি বেসরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের নিরাপত্তায় আমাদের বাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। 

দেশে বে-সামরিক বাহিনীর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদর সদস্য সংখ্যা ৬১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। 

তিনি আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে পালন করার আহ্বান জানান।