৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়াঙ্গন
সপ্তম জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:২৭ দুপুর

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাতে শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। পাশে রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা।
সপ্তম জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া বিভাগ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর ক্রীড়াদল ও খেলোয়াড়গণ দেশে ও বিদেশের মাটিতে বাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
ধৈর্য, কৌশল এবং বুদ্ধিমত্তার সমন্বয়ে গড়া এক অনন্য ক্রীড়া প্রতিযোগিতা ফেন্সিং।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চার দিন ব্যাপী শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চারদিন ব্যাপি সপ্তম জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার শেষ দিনে চ্যাম্পিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হাতে শিরোপা তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত-ই-খোদা।
উল্লেখ্য- ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রীড়াঙ্গন।
আনসার-ভিডিপির হয়ে সর্বোচ্চ ২টি স্বর্ণ জিতেছেন কামরুজ্জামান। ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ নিয়ে রানার আপ হয় বাংলাদেশ নৌবাহিনী।