রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত ২
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ১২:০৯ দুপুর
ছবি সংগৃহিত
রাজধানীতে ককটেল বিস্ফোরণে শাকিল হোসেন (২৬) ও আশিকুর রহমান (২৮) নামে ২ যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে শান্তিনগরে বেইলি রোডের মুখে এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বাবার দেওয়া আগুনে প্রাণ গেল ঘুমন্ত ছেলে-মেয়ের, স্ত্রী হাসপাতালে
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া সবুজ হাসান নামে এক ব্যক্তি জানান, তারা সবাই বেইলি রোডে অবস্থিত একটি তৈরি পোশাক শোরুমে চাকরি করেন। রাতে ডিউটি শেষ করে হেঁটে শান্তিনগর মোড়ে যাচ্ছিলেন বাসে উঠার জন্য। বেইলি রোডের মুখে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে তাদের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে চিকিৎসা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত দুইজনের দাবি, ককটেল বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে তারা আহত হয়েছেন। রাতে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরে গেছেন।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন