ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যান সভা

গাইবান্ধা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ২৭, ২০২৫, ১১:১০ রাত  

প্যারেড পরিদর্শন করছেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ উদ্দিন। পাশে রয়েছেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।

গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে গত রবিবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। পরে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রংপুর রেঞ্জ মোহাম্মদ শরীফ উদ্দিন গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রংপুর রেঞ্জ মোহাম্মদ শরীফ উদ্দিন তার বক্তব্যে, জেলার অফিসার ও ফোর্সের সুযোগ-সুবিধাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম হোসেন, , জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এবিএম রশীদুল বারী প্রমূখ। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম।