ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

অনগ্রসর এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর-শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।

গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৪, ০৩:৪১ দুপুর  

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।

গাইবান্ধা সদরের এসকে এস স্কুল এন্ড কলেজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
 ১লা ডিসেম্বর  রবিবার উত্তর হরিন সিংহায় অবস্থিত এসকেএস স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি ও এসকেএস নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। 
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এসকেএস স্কুল এন্ড কলেজের সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষ জনক এবং উপযোগী পাঠদানের পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।  
প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে তোলার প্রচেষ্টায় শিক্ষা বোর্ড সহযোগিতা অব্যাহত রাখবে। অনগ্রসর এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে সব ধরনের সহায়তা প্রদানে আমরা বদ্ধপরিকর। 
 
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ দেলওয়ার হোসেন প্রধান, কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, সহকারী কলেজ পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম,  উপ পরিক্ষা নিয়ত্রক মোঃ জহুরুল ইসলাম প্রামানিক।
এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী, অভিভাবকগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ম্যাগাজিনের মোড়ক উন্মোন ও বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।