ঢাকা, বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

বউ-শাশুড়ি মিলে করতেন গাঁজার ব্যবসা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৩, ০১:০০ রাত  

ছবি সংগৃহীত

গাঁজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বিশ্বম্ভরপুরে বউ-শাশুড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

বুধবার (৬ ডিসেম্বর) উপজেলার পলাশ ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের পলাশ ইউনিয়নের নতুনপাড়া এলাকায় গাঁজা নিয়ে যাওয়ার সময় উপ-পরিদর্শক মতিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মোছা. আসমা বেগম এবং তার শাশুড়ি মোছা. কুলছুমা বেগম এবং মো. আ. জলিল নামের এক যুবককে আটক করে। আটকের পর তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এস আই মতিয়ার রহমান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।