ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কাউখালীতে অপহৃত আ’লীগের ৩ কর্মী দু’দিন পর উদ্ধার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৪, ০৮:০৫ রাত  

ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটিতে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে কাজ করায়  কাউখালী উপজেলার দুর্গম কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি এলাকা থেকে অপহৃত আওয়ামীলীগের ৩ কর্মীকে দু’দিন পর উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (১০জানুয়ারী) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া আওয়ামীলীগের ৩কর্মী হলেন, চাখিয়াই মং মারমা(২২), বাদো মারমা (৩০)  এবং চিংথোয়াই প্রু মারমা। তারা সকলে উপজেলার  কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির সদস্য।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  উদ্ধার তিন যুবককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

উল্লেখ্য গত ০৮জানুয়ারী দুর্গম কলমপতি ইউনিয়নের বড় আমছড়ি এলাকা থেকে আওয়ামীলীগের ৩কর্মীকে অপহরণ করে পাহাড়ের  সশস্ত্র সন্ত্রাসীরা। এর আগে দ্বাদশ সংসদীয় নির্বাচনে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তিনটি কেন্দ্র ভোট শূন্য ছিল।