ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

দায়ের কোপে এক কোর্ট মুহুরির মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০৪, ২০২৩, ০৯:১৭ রাত  

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাঁশঝাড়ের বাঁশ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিবেশীর দায়ের আঘাতে মৌলভীবাজার জর্জ কোর্টের মহুরী দিলীপ দেব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ দেব, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলপুলী গ্রামের মৃত নারায়ন দেবের ছেলে। তিনি দীর্ঘ বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে তার শশুর বাড়িতে থাকতেন। তিনি পেশায় মৌলভীবাজার জর্জ কোর্টের মহুরী ছিলেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুধীর দেব ও প্রণতী দেব।
দিলীপ দেবের চাচা শশুর সুধেন্দু দেব জানান, দুপুরে বাড়ীর বাঁশঝাড়ে বাঁশ কাটা নিয়ে প্রতিবেশী সুধীর দেব ও তার বাড়ীর লোকজনের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হচ্ছিল।

আরও পড়ুনঃ মৌলভীবাজারে ডলার, পাউন্ডসহ ৩জন গ্রেপ্তার

এসময় জামাই দিলীপ দেব এসে সবাইকে শান্ত হতে বলেন। তখন সুবিনয় দেব তার হাতে থাকা দা দিয়ে দিলীপ দেবের পেটে আঘাত করেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দিলীপ দেব মাটিতে লুটিয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।