ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিউজ ডেক্স

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০১:০৭ দুপুর  

ছবি সংগৃহিত

 জেলায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক দীপক কুমার রায়।

আরও পড়ুনঃ কমলার আকার বড় হওয়াতে খুশি, হতাশ উইপোকার আক্রমণে

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমূখ।

নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান জানান, নড়াইল সদর উপজেলায় ৬ হাজার জন কৃষকের মাঝে বোরো ধানের (উফশী) এবং ৩ হাজার ৬’শ জন কৃষকের মাঝে বোরো ধানের  (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়। 

বোরো ধানের (উফশী)  প্রণোদনের ক্ষেত্রে প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বোরো ধানের( হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন