ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

আজ রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:১৩ দুপুর  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আজ রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি জনসভায় তিনি অংশ নেবেন। ইতোমধ্যে সভাস্থলের প্রস্তুতি শেষ হয়েছে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উদগ্রীব রংপুরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুর-২ আসনের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে স্বামী প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন।

বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শেখ হাসিনা।