ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কুটক্তির প্রতিবাদে চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

 প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৫৫ দুপুর  

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কুটক্তির প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি’র অঙ্গ-সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিলটি চিলমারী সরকারী ডিগ্রী কলেজ মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক খাজা, কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন, সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম, উপজেলা মৎস্যজীবী দলের  সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা তাতী দলের সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি শাহিন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের সফল সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান। তিনি দেশের কোটি কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ নানামুখী ষড়যন্ত্র চলছে।