ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

গাইবান্ধার কামারজানী প্রানকেন্দ্রে স্থাপিত " সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ "" একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত প্রচার

কলেজ বিজ্ঞপ্তি :

 প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০২:৩৮ দুপুর  

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত "সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ" একাদশ শ্রেণিতে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান, সুযোগ-সুবিধা ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের পরিশ্রমে প্রতিষ্ঠানটি অল্প সময়েই একটি বিশ্বস্ত শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে। তাই আমরা আশা করি, এলাকার শিক্ষার্থীদের প্রথম পছন্দ হবে এই প্রতিষ্ঠান। নিজ এলাকায় থেকে মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে—এই প্রত্যাশাই করি।

? সুশিক্ষার নতুন ঠিকানা — সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ, কামারজানী
? একাদশ শ্রেণিতে ভর্তি চলছে...

সুশিক্ষার সর্বোচ্চ নিশ্চয়তা, নৈতিকতার চর্চা এবং সুস্থ চেতনার বিকাশ—
আমাদের মূল লক্ষ্য ভালো ফলাফল ও শিক্ষার্থীর পূর্ণ বিকাশ।

আপনার সন্তানের জন্য নিরাপদ, মানসম্পন্ন ও শতভাগ সফলতার নিশ্চয়তা দিতে প্রস্তুত কামারজানীর হৃদয়ে গড়ে ওঠা আধুনিক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান —
"সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ"

? কেন আমরা অনন্য?
? নিজ এলাকায় থেকেই মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে পড়াশোনার সুযোগ
? অভিজ্ঞ ও মেধাবী প্রভাষকবৃন্দ
? নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার মাধ্যমে অধ্যয়ন নিশ্চিত
? নৈতিক শিক্ষা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্ব
? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতির ব্যবস্থা
? ক্লাসে উপস্থিতির ওপর বিশেষ গুরুত্ব
? সময়, যাতায়াত ও মেস খরচ সাশ্রয় করে উচ্চ শিক্ষার সুযোগ

? আমাদের গর্ব — আমাদের অবস্থান ও প্রয়োজনীয়তা

একসময় কামারজানী, গিদারী, মোল্লারচর, মালিবাড়ী, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ৮–২০ কিমি দূরে কলেজে যেতে হতো।
অনেকে যেতই না—অর্থনৈতিক সংকট, ঝরে পড়া, বাল্যবিয়ে, কিংবা ইটভাটায় শ্রমিক জীবন…
আজ সেই বাস্তবতাকে পরিবর্তন করছে আমাদের কলেজ।

? আমাদের লক্ষ্য
1️⃣ নিয়মিত ক্লাস নিশ্চিত করা
2️⃣ অধ্যায়ভিত্তিক অ্যাসাইনমেন্টে গভীর জ্ঞান অর্জন
3️⃣ আধুনিক ও সময়োপযোগী মানুষ তৈরি
4️⃣ নীতিনৈতিকতার চর্চা ও সুশিক্ষার পরিবেশ
5️⃣ বিশ্ববিদ্যালয় ভর্তিতে সফলতা
6️⃣ উপস্থিতির ওপর কড়া মনিটরিং

?‍? অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম (তারা) স্যারের সুচিন্তিত পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বে
আমরা প্রতিশ্রুতিবদ্ধ — তৃণমূল থেকে তৈরি করব শিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল যুবসমাজ।

✨ আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার সঠিক সিদ্ধান্ত হোক —
? "সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ", কামারজানী

? একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে পারবেন EIIN: 140379 College Code: 6352
? যোগাযোগ: 017-709-67878 
? ঠিকানা: কামারজানী ইউনিয়নের প্রাণকেন্দ্র, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

? আসুন, নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে শক্তি দিন—ভবিষ্যৎ গড়ুন এখান থেকেই।
আমরাও বিশ্বাস করি—“উচ্চ শিক্ষা সবার অধিকার, দূরত্ব নয় বাধা।”