ঢাকা, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

চিলমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চিলমারী,কুড়িগ্রাম।

 প্রকাশিত: জুলাই ০৭, ২০২৫, ০৫:০১ বিকাল  

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধকরাসহ পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রেবিনা হোসেন। 

রোববার (৬ জুলাই) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে রেবিনা হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন। তিনি বলেন, ‘গত ৩ জুলাই কুড়িগ্রাম জেলা বিএনপি’র অনুমোদিত আহ্বায়ক কমিটিতে আমার স্বামী আবু সাঈদ হোসেন পাখি যিনি চিলমারী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা তাকে ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে মনোনিত করা হয়। এ কমিটি ঘোষণার পর কিছু ত্যাগি ও বঞ্চিত নেতাকর্মী পদ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ মিছিল করেন।’
তিনি অভিযোগ করেন, ‘এই শান্তিপূর্ণ মিছিলের উপর কমিটির আহ্বায়ক আব্দুল বারী সরকার ও সদস্য সচিব আবু হানিফা’র নেতৃত্বে পেটোয়া বাহিনী হামলা চালায় এবং উল্টো আমার স্বামীসহ ৪৪ জন ও অজ্ঞাত নামা আরো ৭০ জন ব্যাক্তিকে আসামী করে ৪ জুলাই চিলমারী মডেল থানায় মিথ্যা মামলা দায়ের করে।’
রেবিনা বলেন, ‘ সেদিন রাতেই পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেলে এবং মূল ফটক ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি একজন সাধারণ গৃহিনী, সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিদিন রাতে হুন্ডা নিয়ে আমাদের বাড়ির চারপাশে মহড়া দেয়া হয়,  হুমকি দেয়া হয় আমার সন্তানদের অপহরণের।’
তিনি আরো বলেন, ‘আমি থানায় বারবার অভিযোগ জানাতে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না, বরং উল্টো আমাদের হয়রানি করছে। আমার স্বামী একজন সাধারণ ব্যবসায়ী, কোন সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত নন। অথচ তাকে রাজনৈতিক ভাবে হেয় করতে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রেবিনা হোসেন দাবি করেন, ‘জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি তথাকথিত তদন্তের মাধ্যমে তার স্বামী আবু সাঈদ হোসেন পাখি এবং সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরিনকে দল অব্যাহতি দিয়েছে যা চিলমারী বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।’
তিনি বলেন, ‘আমার স্বামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে একাধিক মামলার আসামী হন এবং নিজের বাবার সম্পদ বিক্রি করে মামলাগুলো পরিচালনা করেছেন।’
রেবিনা হোসেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার স্বামী ও তার সহযোগীদের উপর দমন-পীড়ন বন্ধ করুন। মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের যথাযথ মূল্যায়ন করুন। পাশাপাশি আমার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করুন।