ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে চাই: সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন

বিডি ট্রিবিউন টোয়েন্টিফোর রিপোর্ট :

 প্রকাশিত: জুলাই ০১, ২০২৫, ০১:৩৯ রাত  

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে চাই। আমি নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। প্রতিটা আসনে যেন বিএনপি মনোনীত প্রার্থীকে ভোটে নির্বাচিত করা যায়। এ জন্য সকল নেতাকর্মীকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম, ডিএইচ বাবুল, জি এম সাদরিল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তরুণদলের সভাপতি টি এইচ তোফা, সালাউদ্দিন, আব্দুল হাই রিংকু, শহিদুল ইসলাম ভূঁইয়া ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমুখ।