ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

নেশন্স কাপে বিশাল অংকের প্রাইজমানি ঘোষণা

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ০৬, ২০২৪, ০৭:০০ বিকাল  

ছবি সংগৃহিত

আফ্রিকান নেশন্স কাপের আসন্ন আসরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে রেকর্ড সাত মিলিয়ন ডলার পাবে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭৬ কোটি ৫১ লাখ টাকার সমান। আফ্রিকান ফুটবল কনফেডারশন (সিএএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।  

দুই বছর আগে ক্যামেরুনে সর্বশেষ আসরে সেনেগাল যা পেয়েছিল, সেটার চেয়ে ৪০ শতাংশ বেশি এবার পাবে বিজয়ী দল। আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আইভরিকোস্টে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির রানার্স-আপ দল পাবে চার মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৩ কোটি ৭২ লাখ টাকার সমান।  

বিবৃতিতে বলা হয়, সেমিফাইনালে পরাজিত দল প্রত্যেকে পাবে আড়াই মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালের দলগুলো প্রত্যেকে পাবে ১ দশমিক ৩ মিলিয়ন ডলার। 

এবারের আসরে স্বাগতিক আইভরিকোস্ট এবং রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরসহ ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী ১৩ জানুয়ারি আবিজানের ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এ্যালাসানে ওটারা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গিনি বিসাও এবং দুইবারের চ্যাম্পিয়ন আইভরিকোস্ট। আগের তিন আসরে গিনি বিসাও কোনও ম্যাচে জয়ী হতে পারেনি। 

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন