ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

বিজয় দিবস কাবাডি চ্যাম্পিয়ন পুলিশ

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:২০ রাত  

ছবি সংগৃহীত

রানার মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। আজ পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আসরের নবীনতম দল মেঘনা কাবাডি ক্লাবকে ২৭-৪৪ পয়েন্ট ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ পুলিশ। 

পুরো আসর জুড়ে অনবদ্য পারফরম্যান্স ছিল পুলিশ কাবাডি দলের। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখেন বাদশা মিয়ার শিষ্যরা। ২টি লোনাসহ ম্যাচটি জেতেন শরীফ, মিজান, মহেশদের নিয়ে গড়া দলটি।

বিজয় দিবস কাবাডিতে অনবদ্য পারফরম্যান্স করে সেরা ক্যাচার নির্বাচিত হন মেঘনা কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমান, সেরা রেইডার নির্বাচিত হন বাংলাদেশ পুলিশ কাবাডি দলের মিজানুর রহমান এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশ টিমের ভারতীয় মহেশ গৌড়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। এই খেলার গৌরব প্রায় লুপ্ত হতে চলেছিল। এখন খেলাটি বেশ জনপ্রিয়।’ 

অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমাদের কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদককে আমি ধন্যবাদ জানাই একটি নবগঠিত দলকে ফাইনালে তুলে আনার জন্য। আমি আশা করছি ভবিষ্যতে তারা আরো ভালো করবে। বাংলাদেশ পুলিশ কাবাডি যোগ্যতম দল হিসেবেই আসরে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরও অভিনন্দন-শুভেচ্ছা জানাই।’