আজ বিকেলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, খেলা দেখা যাবে যেভাবে
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০২:৫৭ দুপুর
ছবি সংগৃহীত
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ (১৪ নভেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। এদিন বিকেল ৩টায় সেলেসাও প্রতিপক্ষ নিউ ক্যালেডোনিয়া। আর আকাশি-নীল শিবির খেলবে জাপানের বিপক্ষে।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছে দুই দলই। ইরানের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে সেনেগালের কাছে ২-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ নিয়েছে আর্জেন্টিনা।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারবার শিরোপা জিতেছে সেলেসাওরা। অন্যদিকে সিনিয়র ফুটবলে অনেক সাফল্য থাকলেও অনূর্ধ্ব-১৭-তে একরাশ হতাশা আছে আর্জেন্টিনার। এই আসরের শিরোপা তো দূরের কথা, কখনো ফাইনালেই পা রাখা হয়নি তাদের। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী।
ব্রাজিলের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। আর আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। কোনো টেলিভিশনই সরাসরি ম্যাচগুলো দেখাবে না। তবে ফিফা প্লাস ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচগুলো।