ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘টপ অর্ডার’ নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৮:৪৫ রাত  

আফগানদের হারিয়ে বিশ্বকাপের চলমান ১৩তম আসর শুরু করে বাংলাদেশ। এরপর টানা দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। 

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে বাকি ৬ ম্যাচের মধ্যে অন্তত চার খেলায় জিততে হবে। 

বৃহস্পতিবার পুনেতে বিশ্বকাপের স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে দলের টপঅর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তার কারণ ভারতের রানপ্রসবা উইকেটেও মুখ থুবড়ে পড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, মন অবশ্যই ভালো না। ম্যাচ হারলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমরা ভালো খেলিনি। এখানে সবাই ম্যাচিউরড, সবাই বুঝে আমরা ভালো ক্রিকেট খেলিনি। ভালো খেললে জেতা সম্ভব এটাও সবাই বিশ্বাস করে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানান, নতুন বলে ফাস্ট বোলিং ভালো হচ্ছে। তবে টপ অর্ডারের ব্যাটিং ভালো হচ্ছে না। এই উইকেটে ২৪০ করে ম্যাচ জিততে পারবেন না। আমাদের ২৮৫ বা তিনশর কাছাকাছি যেতে হতো, তখন ডিফারেন্ট বল গেম হতে পারত।

সুজন আরও বলেন, আমরা ব্যর্থ হয়েছি। টপঅর্ডার ব্যর্থ হয়েছে, এটা একটা বড় ব্যাপার। এখনো আমরা বিশ্বাস করি এই জায়গা থেকে কামব্যাক করতে পারব। টপঅর্ডারের ঘুরে দাঁড়ানো দরকার। আমাদের সামর্থ্য আছে, দেখা যাক।