ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

কর্মসূচি চূড়ান্ত করতে সমমনাদের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৯:২৯ রাত  

ছবি সংগৃহীত

চলমান সরকার পতনের একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আরও পড়ুনঃ ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার’ নির্দেশনা চেয়ে রিট

এছাড়া বৈঠকে গণফোরামের নেতৃত্ব দিচ্ছেন দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। আর বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি দলে বাবুল সরদার চাখারী নেতৃত্ব দিচ্ছেন।

গণফোরামের অন্যদের মধ্যে রয়েছেন সুব্রত চৌধুরী, আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের।

অন্যদিকে পিপলস পার্টির মোহাম্মদ আবদুল কাদের, পারভীন নাসের খান ভাসানী রয়েছেন।