ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

‘প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার’ নির্দেশনা চেয়ে রিট

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৯:১৩ রাত  

ছবি সংগৃহীত

পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন- এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত রিটের শুনানি করতে গেলে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলেন।এর আগে এ সংক্রান্ত রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক। সংবিধান রক্ষার্থে জনস্বার্থে তিনি রিটটি করেছেন বলে জানান রিটকারী আইনজীবী। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে। রিটটি শুনানির সিদ্ধান্তের বিষয়ে পরবর্তী শুনানি ছুটির পর বলে জানান আদালত।

আরও পড়ুন: সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই : আইনমন্ত্রী

রিটকারী আইনজীবী বলেন, ‘আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন- সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।’