ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

ঢাকায় হোটেল ফ্ল্যাট দখলে নিয়েছে বিএনপি: কাদের

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ১১:৩৩ রাত  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৮ তারিখের সমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে বিএনপি। দখল করে নিয়েছে হোটেল, ফ্ল্যাটও। তারা ক্ষমতার দিবাস্বপ্ন দেখছে। সোমবার (১৬ অক্টোবর) যুবলীগের এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে কোনো ছাড় দেয়া হবে না। টাকা দিয়ে ডিসেম্বরে আন্দোলন হয়নি এবারও হবে না। 

১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি।