সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫ সমাপনী
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:২০ রাত

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট শনিবার বিকেলে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) দেবজিৎ সিংহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রচেষ্টা ইতোমধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে শুরু করেছে। যেমনভাবে সাদাপাথর রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগে সাফল্য এসেছে, তেমনি বনায়ন ও পরিবেশ রক্ষায় সকলকে আন্তরিক হতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “আপনাদের সহযোগিতা পেলে প্রশাসনের কাজে অগ্রগতি আসবে। আগামী এক বছরে বন বিভাগের কাজ চারগুণ বৃদ্ধি করা হবে। সিলেটের বর্তমান পরিস্থিতি বদলে দেওয়ার জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।”
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নাসির উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট নার্সারি মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মলয় লাল ধর, শিক্ষার্থী সাদিয়া ইসলাম রিয়া এবং আব্দুল্লাহ আল হাসান।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে গাছের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রির মাধ্যমে জনগণকে সবুজায়নে উৎসাহিত করাও এ মেলার অন্যতম লক্ষ্য ছিল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো প্রয়োজন। তাঁরা সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
উল্লেখ্য, জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।