ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

উত্তর জনপদের বহুল প্রত্যাশিত গাইবান্ধার হরিপুর-চিলমারী ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনী

নিজস্ব প্রতিবেদক:

 প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:৩৫ দুপুর  

 বুধবার (২০ আগস্ট) দুপুরে উত্তর জনপদের বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধন কালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির কারণে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব কমবে প্রায় ১৩৫ কিলোমিটার এবং এর ফলে উত্তর জনপদের মানুষের সময় সাশ্রয় হবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা।
সেই সাথে গাইবান্ধা ও কুড়িগ্রামের মাঝে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময়ে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। উদ্যোক্তাদের কর্ম-সংস্থান ও জীবিকার উন্নতিতে এই সেতু সহায়ক ভূমিকা রাখবে। 
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতুর ফলক ও ম্যুরাল উন্মোচনসহ উদ্বোধনীতে দুই পাড়ের হাজার হাজার মানুষ উৎসাহ উদ্দীপনায় সেতু উন্মুক্তের অনুষ্ঠান উপভোগ করেন।  
মওলানা ভাসানী তিস্তা সেতুর দক্ষিনে প্রান্তে চৌরাস্তার মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সেতু উদ্বোধনীর মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য রাখেন। বুধবার দুপুরের সেতু উদ্বোধনী মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর  রশিদ মিয়া, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ও সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
  এই সেতু নির্মাণ সংক্রান্ত বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর দফতর জানায়, ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী তিস্তা সেতুর বাস্তবায়ন সংস্থা হিসাবে এলজিইডি নির্মাণ করেছে। সেতু নির্মাণের ব্যয় সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেনের অর্থায়নে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন পিসি গার্ডার সেতু নির্মাণ করেছে। জমি অধিগ্রহন,মুল সেতু , সংযোগ সড়ক নির্মাণ, উন্নত লাইটিং ব্যবস্থা, সম্প্রসারণ এবং নদী শাসনসহ প্রকল্পটি বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮৫ কোটি টাকা।