ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনের ড্রোন হামলা, রাশিয়ার একটি শহরে জরুরি অবস্থা জারি

নিউজ ডেক্স

 প্রকাশিত: জানুয়ারী ১৬, ২০২৪, ১০:৩০ রাত  

ছবি সংগৃহিত

ইউক্রেনের রাতভর ড্রোন হামলার পর রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ড্রোন হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শিশু আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

মঙ্গলবার শহরটির মেয়র ভাদিম কেস্তেনিন টেলিগ্রাম পোস্টে জানান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

শহরটির গভর্নর আলেকসানদর গুসেভ টেলিগ্রাম পোস্টে জানান, একটি ছোটো মেয়ে ভূপাতিত ড্রোন থেকে ছুটে আসা ধ্বংসাবশেষের আঘাতে আহত হয়েছে। সেই সাথে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে এবং আরো তিনটি ড্রোন প্রতিহত করেছে। ভোরোনেজ শহরের কাছে রাশিয়ার একটি বিমানঘাঁটিও রয়েছে।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন