মাকে নিয়ে ভোট কেন্দ্রে শাকিব খান
নিউজ ডেক্স
প্রকাশিত: জানুয়ারী ০৭, ২০২৪, ০৭:২৮ বিকাল
ছবি সংগৃহিত
ঢাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে ভোট দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার মা নূরজাহান।
এর আগে ওই কেন্দ্রে ভোট দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা। এ ছাড়া চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী তানিয়া ফেরদৌস, ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত, সংগীতশিল্পী কৌশিক হাসান তাপসও ভোট দিয়েছেন সেখানে।
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এ আসনেরই ভোটার ফেরদৌস। তবে ভাষানটেক এলাকার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন