ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

মরিচাকান্দি থেকে গাঁজার গাছসহ আটক ১

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৪, ১০:১১ রাত  

ছবি সংগৃহীত

বাংলাদেশ আমার অহংকার' এই স্লোগান নিয়ে জন্ম হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।এরই ধারাবাহিকতায় গতরাত অনুমান সাড়ে বারোটার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন রৌমারী-রাজিবপুর রোডস্থ মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে একটি গাঁজারগাছ যার উচ্চতা ১২ ফুট ৫ ইঞ্চি‘সহ ০১ জন মাদক কারবারিকে আটক করে।

উক্ত আটককৃত আসামি মোঃ সিদ্দিক আলী (৫০), পিতা-মৃত সাদেক আলী, গ্রাম-মরিচাকান্দি, থানা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম।

উদ্ধারকৃত গাঁজা গাছের আনুমানিক অবৈধ বাজার মূল্য=১৫,০০০/- (পনেরো হাজার) টাকা। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে গাঁজার গাছ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায়।