আনসারের হাতে অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ১১:৪৮ রাত
ছবি সংগৃহিত
জামালপুর রেলওয়ে স্টেশন থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার মিল্লাত (৩০) নামের অপহরণকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন তারা। একই সঙ্গে অপহরণেরশিকার হওয়া মরিয়ম নামের ৪ বছরের এক শিশুকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ স্টেশন এর মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তরকরা হয়েছে।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে শিশুটিকে অপহরণ করে তারই খালু মিল্লাত।
এরপর শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে সে। শিশুটিকে উদ্ধার করার জন্য তার মা হোসনে আরা টঙ্গী পূর্ব থানায়ওই দিনই একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে মুক্তিপণ নিয়ে শিশুটির মা-বাবাকে জামালপুর রেল স্টেশন যেতে বলেন অপহরণকারী মিল্লাত।
শনিবার সকাল ৯টায় শিশুটির মা-বাবা জামালপুর রেল স্টেশনে পৌঁছে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদেরকে বিষয়টিঅবগত করেন এবং তাদের সাহায্য কামনা করেন।
আনসার সদস্যরা শিশুসহ অপহরণকারীকে শনাক্ত করার চেষ্টা করে। পরে শিশুটির মা-বাবা দূর থেকে
অপহরণকারীকে দেখিয়ে দিলে আনসার সদস্যের দেখে সে দৌঁড়ে পালিয়ে যেতে উদ্যত হয়। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরাধাওয়া করে অপহরণকারীকে আটক করে।
এ বিষয়ে জামালপুর আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে আজসকালে দায়িত্বরত আনসার সদস্যরা একজন শিশু অপহরণকারীকে আটক এবং অপহৃত শিশুকে উদ্ধার করে পুলিশের কাছেসোপর্দ করেছে।
তিনি আরও বলেন, পুলিশের মাধ্যমে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আনসারদের সহযোগিতায় তাকেঅক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।