বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা ও জুয়া মামলায় ১১ জন গ্রেফতার
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০১:১০ দুপুর
ছবি সংগৃহীত
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ১জন ও জুয়া মামলায় ১০জনসহ মোট ১১জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার দুপচাঁচিয়ার খিহালী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে বিএনপি সদস্য জাহিদুল ইসলাম বুলবুল এবং দুপচাঁচিয়া উপজেলা গুনাহার ইউনিয়নের ঝাঁঝিরা গ্রামে পরিত্যক্ত একটি বাগানে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদীসহ গ্রেফতারকৃতরা হলেন- গুনাহার ইউনিয়নের ঝাঁঝিরা গ্রামের আজাহার আলীর ছেলে এরশাদ আলী(৩৫), আজিজার রহমানের ছেলে জাকির হোসেন(৩৮), লাজির উদ্দিনের ছেলে মুনাজিল হোসেন(২৮), আজাহার আলীর ছেলে মাসুদ(৩০),মৃত-মকবুল হোসেনের ছেলে রফিক (৫০), আক্কাস আলীর ছেলে আসলাম(৩৫), মৃত-জইমুদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩২), আবুল হোসেনের ছেলে আইয়ুব হোসেন(৩২), মছির উদ্দিনের ছেলে আজাহার হোসেন(৫০), মৃত-মিজান ফকিরের ছেলে রেজাউল করিম(৬২)।
বুধবার (২০ ডিসেম্বর) আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানার অফিসার অফিসার ইনচার্জ ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।