ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টিভি দেখাকে কেন্দ্র করে স্বামী কর্তৃক স্ত্রী খুন, র‍্যাবের হাতে গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ১১:২১ রাত  

ছবি সংগৃহীত

গাজীপুরে টিভি দেখাকে কেন্দ্র করে স্ত্রীকে হত্যা করে সেফটি ট্যাংকে লুকিয়ে রাখায় ঘাতক স্বামী কে গ্রেফতার করেছে গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব ১। গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসাইন, (১০) ডিসেম্বর র‍্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এ হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান।
 
হত্যাকাণ্ডের পর থেকেই পলাত ঘাতক স্বামী,  গাজীপুর পোড়াবাড়ি র‍্যাব সোর্সের গোয়েন্দা শাখার সহযোগিতায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানতে পারেন, পলাতক আসামি ঢাকা মুগদা এলাকায় আত্মগোপন করে রয়েছে , তারপর র‍্যাব ১, রাত দুইটার দিকে অভিযান পরিচালনা করে পলাতক আসামি মিনহাজকে  গ্রেফতার করেন,। 

আটকৃত পলাতক আসামি মিনহাজকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার ঘটনায় স্বীকারোক্তি জবানবন্দি দেন। আসামি মিনহাজ জানান, মিনহাজ ও তার স্ত্রী রাছুমা খাতুন এর সাথে  প্রায় সময় ঝগড়া বিবাদ কল হল ছিল। গত ৬ তারিখ রাত থেকে তাদের মধ্যে ঝামেলা বড় আকার ধারণ করে।  

এবং রাজুমা খাতুন স্থানীয় একটি শিল্প কারখানায় কাজ করতেন কাজ শেষে রাতে  বাসায় আসার পর টিভি দেখাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিশাল আকার ঝগড়ার সৃষ্টি হয় পরে স্বামী মিনহাজ রাত্র দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় , প্রথমে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন এবং মৃত্যু নিশ্চিত গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করেন। হত্যা করার পর স্ত্রীর লাশ তার বাড়ির পাশে থাকা সেফটি ট্যাংকের ভিতরে লাশ লুকিয়ে রাখেন। 

পরবর্তীতে রাছুমা খাতুনের পরিবার তাকে খুঁজে না পেয়ে স্থানীয় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু করে এক পর্যায়ে সিষ্টি ট্যাংকের ভেতর তার লাশ দেখতে পান, এবং থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।