ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিপুল পরিমাণ অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য'সহ ০২ জন আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৮:১৩ রাত  

ছবি সংগৃহীত

র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ কর্তৃক বিপুল পরিমাণ অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য'সহ ০২ জন আসামী গ্রেফতার। মাদক ও চোরা চালান পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ।
 
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
 
May be an image of text
 
এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ নভেম্বর ২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড নামক স্থানে ফুটওভার ব্রীজের নীচে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্ট চলাকালে ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমান শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য'সহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় হলোঃ ১। আব্দুল আজিজ (২৬), পিতা-বাবুল মিয়া, মাতা-পারুল বেগম, সাং-ফুলগাঁও, পোঃ ডোমবাড়ীয়া, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ শাহিন উদ্দিন (২২), পিতা-মৃত সেলিম মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-রামাসুফুর, পোঃ চাপরাশিরহাট, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী। এ সময় মাদক ও চোরা চালান পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও চোরা চালান কারবারী। তারা দীর্ঘদিন যাবৎ একটি বিশেষ কৌশলে কাভার্ড ভ্যানে করে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।