ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩, ০৪:৪৫ দুপুর  

নড়াইলে ‘রক্ত দানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি’,এ শ্লোগানকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ, নড়াইলের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফফার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, ডাক্তার, নার্স ও ক্লিনিক মালিকসহ প্রমুখ।

আরও পড়ুনঃ নড়াইলে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে

সভায় বক্তরা বলেন, রক্ত দানে কোনো ক্ষতি হয় না, প্রতিটি মানুষ তিন থেকে চার মাস পর রক্ত দিতে পারে, এ কার্যক্রমে সকলে এগিয়ে আসা উচিত, এছাড়াও মরণোত্তর চক্ষুদানে কোনো সমস্যা হয় না, চক্ষু দান করলে, ঐ চক্ষুর মাধ্যমে একজন দৃষ্টিহীন মানুষ তার দৃষ্টি শক্তি ফিরে পায়। তাই সকলকে এ বিষয়ে সচেতন হবে, এ সব কার্যক্রমে এগিয়ে আসতে হবে।