ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নড়াইলে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে

এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৩, ১১:৫৩ দুপুর  

নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এবং বুয়েট প্রকৌশলী লে.কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ বলেন, বিএনপি-জামায়াতের তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে তারা নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে শান্তি সমাবেশ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

আরও পড়ুনঃ নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদী থেকে কুমির আটক

মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুর ইউপির আমডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতা আঃ মান্নান চুন্নু মিয়ার সভাপতিত্বে আওয়ামীলীগের শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন,আওয়ামীলীগ নেতা মুনসী শরিফুল ইসলাম,বাদশা কাজি, সৈয়দ ওমর আলী,বীরমুক্তিযোদ্ধা হালিম,মোঃ হাসান বিশ্বাস, লোহাগড়া পৌরসভার সাবেক কমিশনার মোজাম খাঁনসহ প্রমুখ। 

এ এম আব্দুল্লাহ  আরো বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা দেশকে বিশ্বদরবারে সম্মান ও রোলমডেলের পর্যায়ে নিয়ে গেছেন। উন্নয়ন ও অগ্রগতিতে যখন দেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে, তখন অপশক্তি বলছে টেক ব্যাক বাংলাদেশ। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বিদ্যুৎ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই দেয়া হয় কিনা, আমার জানা নেই। শিক্ষা খাতে উন্নত প্রযুক্তিগত স্মার্ট শিক্ষার কথা ভাবেন সরকার প্রধান। এই সরকার শিক্ষাবান্ধব। ছাত্রছাত্রীরা যেন স্কুলমুখী হয়,তার জন্য মায়েদের অ্যাকাউন্টে বৃত্তি দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। কিন্তু একটা শক্তি দেশকে ধ্বংস করার অপচেষ্টা করছে। কিন্তু আমরা যেন পিছিয়ে না পড়ি তার জন্য শপথ নিতে হবে যার যার অবস্থান থেকে। এজন্য আগামী দিনে ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় দেখতে চাই ।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন