কক্সবাজার পৌরসভার টেকনাফ পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত ও চঞ্চল্যকর ভাই কর্তৃক ভাই হত্যার ঘটনায় আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১১:০৭ রাত
ছবি সংগৃহীত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। ‘‘বাংলাদেশ আমার অহংকার’’ এই স্লোগান নিয়ে র্যাব-১৫, কক্সবাজার এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, জঙ্গী দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, ও মাদকসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ নির্মূলে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে। এ সকল অপরাধ দমনে অত্যন্ত অগ্রণী ভুমিকা পালন এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনাসহ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করছে।
গত ২৬ অক্টোবর ২০২৩ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় কক্সবাজার পৌর শহরের টেকনাফ পাহাড় এলাকার বাসিন্দা ভিকটিম শওকত আলীর সাথে তার ভাই আব্দুল মালেক এবং মালেকের স্ত্রী গোলজার বেগমের কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে গুলজার বেগম তার বাসা থেকে একটি ধারালো কিরিচ এনে তার স্বামী আব্দুল মালেক’কে দিলে সে ধারালো কিরিচ দ্বারা শওকত আলমের মাথা, বুক এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্ণিত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে এজাহারনামীয় ০২ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ৪৯/৫৯৭, তারিখ-২৮/১০/২০২৩, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৫, কক্সবাজার মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১৬.০৫ ঘটিকার সময় র্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের অভিযানে উক্ত হত্যাকান্ডে অভিযুক্ত ও এজাহারনামীয় ২নং আসামী এবং অন্যতম প্রধান পরিকল্পনাকারী গোলজার বেগম @ আয়েশা (৪৫), স্বামী- আব্দুল মালেক, সাং- টেকনাফ পাহাড়, ওয়ার্ড-০৭, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার’কে কক্সবাজার পৌর শহরের টেকনাফ পাহাড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় জড়িত অপর আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।