ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হলো বিএনপির ২ নেতাকে

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৯:১১ রাত  

ছবি সংগৃহীত

ইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আটক হওয়া বিএনপির দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ গত দুইদিনে সারাদেশে ৪৫ আগুন, ঢাকা সিটিতেই ২৭টি

জানা যায়, বিএনপির ডাকে সারাদেশে হরতালের সমর্থনে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ চিনিকলের গেট সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অটোরিকশা চলাচলে বাধা দেন নেতাকর্মীরা। খবর পেয়ে দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান সুজা এবং উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সাগরকে আটক করে পুলিশ।

আটকদের পুলিশের পিকআপে থানায় নেওয়ার পথে শতাধিক নারী-পুরুষ পুলিশের ওপর আক্রমণ চালিয়ে দুজনকে ছিনিয়ে নেয়।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

ওসি শামসুল আলম শাহ বলেন, বিএনপির নেতাকর্মীরা সেখানে পিকেটিং করছিলেন। এ সময় দুজনকে আটক করা হয়। থানায় নেওয়ার সময় এলাকার নারী-পুরুষ রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পিকআপ থেকে তাদের ছিনিয়ে নেয়। ছিনতাই হওয়া দুজনকে আটকের চেষ্টা চলছে।