ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

গোপালগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আনসার ও ভিডিপির পরিচালক মো. আহসান উল্লাহ

নিউজ ডেক্স

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ১২:২৯ দুপুর  

ছবি সংগৃহিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছন।

গতকাল রোববার (২২ অক্টোবর) রাতে স্বপরিবারে জেলার বিভিন্ন মন্দিরের নিরাপত্তার পরিদর্শনে বের হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো: আহসান উল্লাহ। তিনি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছ্ বিনিময় করেন । 
এসময় তিনি বলেন, সামনে নির্বাচন, কোন দুষ্কৃতিকারী যেনে কোন রকমের সুযোগ নিতে না পারে, সেজন্য আমরা সজাগ রয়েছি। পূঁজা আরো দু’দিন রয়েছে, আরো অধিক সতর্কতার সাথে আমাদের সদস্যগণসহ সকল আইন শৃংখলা বাহিনী আরো তৎপরাতা বাড়াবে।এছাড়া তিনি টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা পূজা মন্ডপ ও গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া পূজা মন্ডপসহ অন্যান্য মন্ডপ পরিদর্শন করেন।মন্ডপ পরিদর্শন কালে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পূজামন্ডপের নিরাপত্তা কার্যক্রম পর্য়বেক্ষণ করেন।

আরও পড়ুনঃ দেশের প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আনসার সদস্য-সদস্যাঃ আনসার মহাপরিচালক

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি, সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, উপজেলা আনসার ও প্রতিরক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, জেলার ৫ উপজেলার ১ হাজার ৩০১টি পূজা মন্ডপে আনসার ও ভিডিপির ৯ হাজার ৪৯০ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অধিক গুরুত্বপূর্ন মন্ডপগুলোতে ৮ জন ও সাধারণ গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে ৬ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তা কর্মীর কাজ করছেন। মোট ৬ দিন তারা মন্ডপে অবস্থার করে নিরাপত্তা দেবেন।

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন