ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

দুর্গাপূজা ২০২৩

দেশের প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে আনসার সদস্য-সদস্যাঃ আনসার মহাপরিচালক

নিউজ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০১:৩৬ রাত  

ছবি সংগৃহীত

মেজর জেনারেল একেএম আমিনুল হক,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি, সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয় অদ্য ২২/১০/২৩ খ্রিস্টাব্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।
 
পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,'সারাদেশে ১৯/১০/২৩ খ্রিস্টাব্দ হতে ২৪/১০/২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ০৬ দিনের জন্য ৩৩ হাজার পূজামন্ডপে ২ লাখ ২০ হাজার জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে এবং প্রতি বছরের ন্যায় এ বছরেও দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে বেশি সদস্য মোতায়েন রয়েছে ।"
 
May be an image of 5 people and dais
ছবি সংগৃহীত
 
তিনি আরো বলেন,"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থানের বিকল্প নেই। "
 
 
ঢাকেশ্বরী মন্দির ছাড়াও সম্মানিত মহাপরিচালক মহোদয় রামকৃষ্ণ মিশন এবং বনানী মাঠ পূজামণ্ডপ পরিদর্শন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।