ইতিহাসে আনসার বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০৮:৫১ রাত
ছবি সংগৃহীত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আনসার বাহিনীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল মেহেরপুরের মুজিবনগরে। স্বাধীন বাংলাদেশের নবগঠিত প্রথম সরকার মুজিবনগরে শপথ গ্রহণ করে। সেই সরকারকে সামরিক কায়দায় সেদিন গার্ড অব অনার প্রদান করেছিলেন মেহেরপুরের ১২ জন আনসার সদস্য। আনসার সদস্য আব্দুল জব্বার ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ৬৭০ জন আনসার সদস্য শহীদ হন। বাংলাদেশের ইতিহাসে আনসার সদস্যদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে।’
আরও পড়ুনঃ আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: হুইপ গিনি
আজ সোমবার মেহেরপুর শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বি (বিএএম)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহা. আব্দুস সালাম,জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য।