প্রধানমন্ত্রীকে ডিএমপি কমিশনারের শুভেচ্ছা
প্রকাশিত: জানুয়ারী ০৯, ২০২৪, ০৯:৩৫ রাত
ছবি সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাবিবুর রহমান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে একটি আসনের ফল স্থগিত রয়েছে। বাকি ১৯৮টি আসনের ফলাফলে টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পেয়েছে ২২৫টি আসন।
টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। বিরল এই রেকর্ড বাংলাদেশের রাজনীতিতে আর কারও নেই।
এদিকে নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, নেপাল, মরক্কো, ব্রাজিলের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হলেও ভিন্ন পথে হেঁটেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।