ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ঝালকাঠিতে কৃষি উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৪, ০৩:২৫ দুপুর  

ছবি সংগৃহীত

কৃষি বিভাগে নতুন প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্ড পার্টনারর্শীপ প্রকল্পের আওতায় জেলার কৃষকদের মধ্যে সার বীজ, কীটনাশক, বীজ সংরক্ষণের জন্য ড্রামসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

এই প্রকল্পের আওতায় এবছর ধানের নতুন জাত বিনা-২৫, সরিষা, গম, মুগডাল ও ফসলের প্রদর্শণী রয়েছে। বায়োপেস্টিসাইড জনপ্রিয়করণ এবং পানি অপচয় রোধ করে অধিক উৎপাদন বৃদ্ধি এই প্রকল্পের মূল লক্ষ্য।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক মনিরুল ইসলাম জানান, প্রতিটি প্রদর্শণীতে ৩জন কৃষকের সমন্বয় করে চাষবাদ করা হবে। এবছর জেলায় প্রথমবারের মত ১৭টি প্রদর্শণী প্লটে এই ফসল উৎপাদন করা হবে। প্রকল্পের সাফল্য অর্জিত না হলে প্রকল্পটি অন্য জেলা ও উপজেলায় স্থানান্তর করা হবে।

বুধবার সকালে ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কৃষিবিদ বেগম খাদিজাসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।