ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ০৪, ২০২৪, ০২:২৫ দুপুর  

ছবি সংগৃহীত

বিশ্বকাপ শেষে  শূন্য হয়ে পড়া তিন পদে কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জানুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আগামী মার্চে জাতীয় দলের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের আগেই কোচ নিয়োগ সম্পন্ন করতে চায় বিসিবি।

পুরুষ জাতীয় দলের জন্য পারফরমেন্স অ্যানালিষ্ট, ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ এবং ফিটনেস কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।বিশ্বকাপের পর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং অ্যানালিষ্ট শ্রীনিবাসন চন্দ্র্রশেখরন নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ান।

নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাংলাদেশের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিক লি এবং নিউজিল্যান্ড সফরে অ্যানালিষ্ট হিসেবে ছিলেন মহসিন শেখ।বিসিবি কর্মকর্তাদের মতে, ভালো কাজ করলে স্থায়ী করা হতে পারে মহসিনকে।

১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হবার পর মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।