ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

যে কারণে তাসকিন-শরিফুলকে আইপিএলে ছাড়েনি বিসিবি

নিউজ ডেক্স

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৭:১৫ বিকাল  

ছবি সংগৃহিত

আইপিএল নিলামের আগমুহূর্তে নাম প্রত্যাহার করে নেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আসলে তাদের ছাড়পত্র বা আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি।

তবে আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে প্রথম থেকেই আইপিএল খেলার অনুমতি দিয়ে রেখেছিল বিসিবি। কাটার মাস্টার দলও পেয়েছেন। সামনের মৌসুমে খেলবেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে।

মোস্তাফিজ যদি অনুমতি পান, তাসকিন-শরিফুল কেন নয়? বিসিবি কেন এই দুই পেসারকে আটকে দিয়েছে? অবশেষে আজ রোববার বিকেলে তার কারণ ব্যাখ্যা করলেন জালাল ইউনুস।

আরও পড়ুনঃ ভোট না দিলে সেলফি তুলে লাভ নাই: সাকিব

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপস প্রধান জানালেন, তাসকিন-শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি প্রবণতা। জালাল বলেন, ‘তাসকিন কিন্তু এখনও প্র্যাকটিস করছে। কালকেও আমার সঙ্গে কথা হয়েছে। সে বলছে আমি অলমোস্ট ফিট। কিন্তু এই দুইজন ইনজুরিপ্রণ প্লেয়ার। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন পুরোপুরি ফিট ছিল না। ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’

শরিফুলও এখন ফিট আছেন। কিন্তু তার ইনজুরি প্রবণতা আছে। তাছাড়া জাতীয় দলে এখন তিন ফরম্যাটেই পেস আক্রমণে অন্যতম সেরা অস্ত্র শরিফুল। তার বিশ্রাম পাওয়ার সুযোগ কম। এর মধ্যে আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে। তাই বিসিবি অনুমতি দেয়নি।

আইপিএলে দল পেলে বড় অংকের অর্থ পেতেন এই দুই পেসার। বিসিবি কি তাদের ক্ষতিপূরণ দেবে? এ প্রশ্নে জালালের জবাব, ‘ক্ষতিপূরণের কথা খারাপ শোনায়।... বাট এটা বোর্ড আর প্লেয়ারের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।’

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন