ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

২০২৭ বিশ্বকাপে দল কমাতে আইসিসিকে চাপ দিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ১২:৪৪ দুপুর  

ছবি সংগৃহীত

বিগত দুই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে কেবল ১০টি দল। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হলেও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো বাদ পড়েছে বিশ্বকাপ বাছাইপর্বে। কে ভেবেছিল এক সময়ের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না?

দল বাড়ানো নিয়ে আইসিসির ওপর ক্ষোভ ঝেড়েছে সহযোগী দেশগুলো। তবে ২০১৯, ২০২৩ এর পর ২০২৭ সালে ১০ দল থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছিল আরও দুই বছর আগে। এবার নাকি সে সিদ্ধান্ত থেকে সরে আসতে আইসিসিকে চাপ দিচ্ছে ভারতীয় ব্রডকাস্টার!

এমন খবরই প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ডেইলি মেইল। এখানে মূল ইস্যু হিসেবে কাজ করছে ভিউয়ারশিপ! ভারতের ম্যাচগুলোতে ৫০ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। ডিজনি প্লাস হটস্টারে তো ফাইনাল ম্যাচে ভিউ এর দিক দিয়ে রেকর্ড গড়েছে!

আইসিসির সঙ্গে চার বছরের চুক্তি করেছে ডিজনি স্টার। তার ১২ মাস পরেই আইসিসি ঘোষণা দেয় ২০২৭ বিশ্বকাপে দল হবে ১৪টি। এতো দল হলে দুই গ্রুপে বিভক্ত করা হবে। এতে করে ম্যাচের সংখ্যাও যেমন কমবে ভারতের ঠিক তেমনি আয়ও কমে যাবে ব্রডকাস্টারের।

ব্রডকাস্টারের আয় নির্ভর করছে ভারতের ম্যাচ সংখ্যার ওপর। ম্যাচ বাড়লে ভারতের দ্রুত বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। ভারত যদি আগেই বাদ পড়ে যায় তাহলে লোকসানের মুখে পড়বে ডিজনি হটস্টার।

এমনটা হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ায় বড় অঙ্কের লোকসান গুণতে হয়েছিল আইসিসি। অবশ্য আইসিসি জানিয়েছে তাঁরা বিসিসিআইয়ের দাবি মেনে নিবে না। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছ আইসিসি।