ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতায় হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:২৭ বিকাল  

ছবি সংগৃহীত

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি সাকিব বাহিনী। বিশ্বকাপতো দূরের কথা পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতেই যুদ্ধ করতে হয় টাইগারদের। দলের পারফরম্যান্স এতোটাই বাজে ছিল যে, নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারতে হয় সাকিব-লিটনদের। সবমিলিয়ে বলাই যায় ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ টিম টাইগার্স।

বিশ্বকাপে প্রথম দল হিসেবে সবার আগে ছিটকে পড়ে বাংলাদেশ দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে প্রস্তুত হচ্ছে টাইগাররা। তবে তার আগে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া। বিশ্বকাপ ব্যর্থতার বড় দায় পড়েছে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ঘাড়ে। তার কাছ থেকে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এসময় কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবেন বলেছেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

বিশ্বকাপ ব্যর্থতার জন্য দল-সংশ্লিষ্ট সবারই দায় দেখছেন জালাল। তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’

টাইগারদের পারফরম্যান্স হতাশ করেছে জালালকে। তিনি বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে তা আমরা মোটেই প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’