নিউজিল্যান্ড সিরিজ খেলতে চান না লিটন
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৯:১৬ রাত
ছবি সংগৃহীত
বিশ্বকাপের মাঝেই দুবার দেশে ফিরেছিলেন ওপেনার লিটন দাস। ওই সময় বিসিবির পক্ষ থেকে তার ছুটির কারণ হিসেবে পারিবারিক ইস্যুর কথা বলা হয়েছিল। তবে এবার জানা গেল আনন্দের জোয়ার চলছে লিটনের ঘরে। কয়েক দিনের মধ্যেই প্রথমবারের মতো বাবা হতে চলেছেন এ ওপেনার।
এদিকে চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। তবে এবার জানা গেছে তিনি ছুটি চেয়েছেন।বিসিবির সূত্র মতে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার (নান্নু) ভাষ্য, সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নেব কি করব, না করব।
জানা গেছে, বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট।এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। এ সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এদিকে দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন। তবে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে নান্নুর মন্তব্য, আগামীকালই দল ঘোষণা করে দেব।এই সিরিজে পেসার তাসকিন আহমেদের সার্ভিস মিস করবে বাংলাদেশ। তাসকিন ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন না ওপেনার তামিম ইকবাল। এই সিরিজের প্রথমটিতে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান বাংলাদেশের অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন।
ইনজুরির কারণে থাকবেন না আরেক পেসার এবাদত হোসেনও। যে কারণে বেশ দুর্বল হয়ে পড়বে লাল-সবুজের পেস ইউনিট। তাই সবকিছু বিবেচনায় শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের তরুণ পেসার হাসান মাহমুদকেও টেস্ট বোলিংয়ে যোগ করা হতে পারে।
বিসিবি সূত্র বলছে, এ রকমই পরিকল্পনা নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের। তবে টেস্টের জন্য তরুণ পেসারও খোঁজা হচ্ছে। টেস্টের পেস ইউনিটে বিকল্প বাড়াতেই এ উদ্যোগ।