ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিষ্যদের যেকোন প্রয়োজনে পাশে থাকবে ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ১২:৪৩ রাত  

ছবি সংগৃহীত

বাংলাদেশের সাথে সম্পর্কের ইতি টানছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তুমুল জনপ্রিয় এই কোচ আর বিসিবির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলমান বিশ্বকাপের পরেই। চুক্তি নবায়ন না হওয়ায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে ডোনাল্ডের শেষ ম্যাচ।               

বাংলাদেশের কোচদের মধ্যে তুমুল জনপ্রিয় একজন কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড। তার অধীনে বাংলাদেশের পেস বোলিং পেয়েছে নতুন মাত্রা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান কিংবা তরুণ তানজিম হাসান সাকিব সবাইই ডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। মেয়াদকালে বোলারদের মধ্যে কিছু না কিছু বিষয়ে হলেও উন্নতি আনতে পেরেছিলেন ডোনাল্ড। তর্কসাপেক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা পেস বোলিং আক্রমণটা গড়ে দিয়ে গেছেন ডোনাল্ডই। টাইগারদের পেস বোলিংকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ডোনাল্ডই এখন বিদায় নিচ্ছেন বাংলাদেশ থেকে। বিষয়টি ব্যথিত করছে অনেককেই।

বিদায়বেলায় নিজের শিষ্যদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ডোনাল্ড। সবাইকে নিজের বন্ধু মনে করেন তিনি। এছাড়া জানিয়েছেন নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিলিট করবেন না তিনি। যেকোনো সময় যেকোনো সাহায্যে সাবেক গুরুকে কাছে পাবেন শিষ্যরা।

আরও পড়ুনঃ  জয় নিয়েই সেমিতে পা রাখলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড জানিয়েছেন, ‘এখানে বেশ ভালো একটি সময় আমি কাটিয়েছি। পেস বোলিং কোচ হিসেবে এখানে দারুণ একটি যাত্রা ছিল আমার এই গ্রুপটির সাথে। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি বেশ গর্বিত। আমি তাদের অনেক মিস করব। এখানে সবার সাথে আমার বেশ ভালো বন্ডিং ছিল। সব পেসারদের সাথেই। আমি সত্যিই তারা দল হিসেবে যা করেছে তা নিয়ে আমি অনেক গর্বিত। আমি চেষ্টা করেছি নতুনভাবে তাদের চিন্তাধারা সৃষ্টি করতে, নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিতে, নিজেকে খুঁজে পেতে। তারা সেটা চেষ্টা না করলে আমি হয়তবা কার্যকরী হতাম না। তবে এই ছেলেরা একদম ফাটিয়ে দিয়েছে। আমি এটাই চাইতে পারি তাদের কাছ থেকে। আমি খুবই গর্বিত তাদের নিয়ে। তারা দুর্দান্ত ছিল।’

ডোনাল্ড আরও বলেন, ‘আমি তাদের অনেক মিস করব। আমি ছেলেদের আজ বলেছি গ্রুপে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিলিট করব না। আমি তাদের সাথে সংযুক্ত থাকব। যেকোনো সাহায্যের জন্য আমি থাকব তাদের পাশে। তারা আমার বন্ধু। যে কেউ আমার সাথে কথা বলতে চাইলে আমি সবসময় তাদের সাথে আছি। আমরা সংযুক্ত থাকব। বাংলাদেশের ক্রিকেটকে ধন্যবাদ আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা কিছু ওঠানামার মধ্যে দিয়ে গেছি তবে এখানের প্রতিটি মুহূর্ত আমার স্মরণে থাকবে। তারা আসলে দুর্দান্ত ছিল।’

আরও পড়ুনঃ ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি

কিছু বিষয়ে ক্ষোভও ঝরেছে ডোনাল্ডের কণ্ঠে। তবুও সবকিছু মেনে নিয়েছেন তিনি, ‘এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কিনা বলেছেআমি শেষ হয়ে গিয়েছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে। আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। একদমই কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি,আমার পরিবারের কাছে।’

২৪ ঘন্টা আপডেট নিউজ পেতে bdtribune24/বিডিট্রিবিউন২৪ এর ফেসবুক পেজ ফলো করুন

আগামীকাল ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।